বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

মাদক মামলায় পরীমনির বিচার শুরু

Reporter Name
  • বুধবার, ৫ জানুয়ারি, ২০২২, ১:৪৫ পিএম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকা চলচ্চিত্রের নায়িকা পরীমনিসহ তিন জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। এ সময় পরীমনিসহ অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।

ঢাকার বিশেষ জজ-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালত বুধবার (৫ জানুয়ারি) সকালে আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। পরীমনিসহ তিন আসামি জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

এরআগে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শুনান। এরপর পরীমনির পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী মামলা থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন।

পরীমনিসহ তিন আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। অপর দুই আসামি হলেন, পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও পরীমনির বড় খালু কবীর হাওলাদার।

গত ৪ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট শাখায় পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল।

গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করে র‌্যার। ওই সময় পরীমনিকে আটক করা হয়।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com