শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪, ১:৪৭ পিএম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমি বয়স্ক মানুষ, ৭০-এর নির্বাচনে স্বাধীনার পক্ষে ভোট দিয়েছি। এবারের নির্বাচনে উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে ভোট দিয়েছি। এবাারের নির্বাচনে তিনি বলেন, মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছেন। তাঁর জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

রোববার(৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে শন্তিগঞ্জ উপজেলার শিবপুর ঘরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমি এ এলাকা থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এবারও নির্বাচিত হব ইনশাল্লাহ। আমি এলাকার উন্নয়নে শতফুর্তভাবে কাজ করেছি। তাই মানুষ উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে আমাকে ভোট দিবেন।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, পরিকল্পনামন্ত্রী রাজনৈতিক সচিব হাসনাত হোসাইনসহ দলীয় নেতাকর্মীরা।

এর আগে সকাল ৯ টায় ডুংরিয়া স্কুল এÐ কলেজ কেন্দ্রে ভোট দেন পরিকল্পনামন্ত্রী।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com