বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

মামলাজট নিরসনের যুদ্ধে জয়ী হবো: প্রধান বিচারপতি

দেশ ভয়েস ডেস্ক
  • মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ১:৩০ এএম

মহান মুক্তিযুদ্ধে যেভাবে জয়ী হয়েছি, মামলা জট নিরসনের যুদ্ধেও আমরা সেভাবে জয়ী হব বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সোমবার (২৬ জুন) দুপুরে মানিকগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য ন্যায়কুঞ্জ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বিচারপতি এই মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, বিচারকেরা প্রচণ্ড পরিশ্রমি। তাঁরা রাত-দিন পরিশ্রম করেন। বিচারকদের কাজ বাইরে থেকে দেখা যায় না। আদালতের বাইরেও বাসায় গিয়ে অনেক রাত পর্যন্ত বিচারকদের মামলার রায় লিখতে হয়। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যেভাবে জয়ী হয়েছি, মামলাজট নিরসনের এই যুদ্ধেও আমরা জয়ী হব।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, করোনা মহামারির কারণে দুই বছর মামলা নিষ্পত্তির হার একটু ধীরগতি হয়ে যায়। তবে পরের বছরে মামলা নিষ্পত্তির হারের গতি অনেকটা বেড়েছে। আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে মামলাজট সহনীয় পর্যায়ে আনা যাবে।

প্রধান বিচারপতি বলেন, দূর-দূরান্ত থেকে পুরুষদের সঙ্গে নারী বিচারপ্রার্থীরাও আদালতে আসেন। সারা দেশে প্রায় ৪০ লাখ মামলা বিচারাধীন রয়েছে। বাদী ও বিবাদী মিলে প্রতিদিন লাখ লাখ লোকের আদালত প্রাঙ্গণে আসতে হয়। তাঁরা যেন স্বস্তিতে বসে পানি পান করতে পারেন, শৌচাগার ব্যবহার করতে পারেন; এ রকম কোনো ব্যবস্থা নেই। প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেওয়ার পরপরই তিনি ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠার জন্য ৩৫ কোটি টাকা অর্থ বরাদ্দ দিয়েছেন।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, মামলাজটের কারণে বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়েন। আমাদের উদ্দেশ্য হচ্ছে, স্বল্প সময়ে স্বল্প খরচে মানুষ যেন ন্যায়বিচার পান, তার ব্যবস্থা করা। এতে ‘বিচারের বাণী নিভৃতে কাঁদে’ এই পরিস্থিতি আর হবে না।

ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রইস উদ্দিন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী, জেলা ও দায়রা জজ জয়শ্রী সমদ্দার, জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com