বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

মেয়েদের ক্রিকেট: প্রথম পদক পেল বাংলাদেশ

দেশ ভয়েস ডেস্ক
  • সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১৯ পিএম

পাকিস্তানের অফ-স্পিনার উম্মে হানির বল ঠেলে দিয়ে দৌড়ে স্বর্ণা আক্তার দুই রান নিলেন। তার সেই দুই রানের মধ্য দিয়ে ম্যাচ জিতে গেল বাংলাদেশ। সোমবার (২৫ সেপ্টেম্বর) জেজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ম্যাচে পাঁচ উইকেটে জিতে হাংঝু এশিয়ান গেমসে ব্রোঞ্জ নিশ্চিত হলো বাংলাদেশের। কিন্তু কোনো উল্লাস ছিল না স্বর্ণা আক্তার, সুলতানা খাতুনদের।

২০১০ গুয়াংজু এবং ২০১৪ ইনচন এশিয়াডে রুপা জিতেছিল ক্রিকেটের মেয়েরা। সেখানে এবার ব্রোঞ্জ। তাই কারও মুখে ছিল না হাসি। নিগার সুলতানাদের জয়ে এবারের এশিয়ান গেমস থেকে প্রথম পদক পেল বাংলাদেশ।

দুদিন ধরে বৃষ্টির দেখা নেই হাংঝুতে। এটাই ছিল ভালো খবর। শুকনো আউটফিল্ড পেয়েও টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ।

পুরো ২০ ওভার ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ৬৪ রানে থামে নিদা দারদের ইনিংস। আলিয়া রিয়াজ সর্বোচ্চ ১৭ এবং অধিনায়ক নিদা দার দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন। সাদাফ শামাসের ১৩ রানও পাকিস্তানকে এই স্কোর করতে সহায়তা করে। বল হাতে স্বর্ণা চার ওভারে ১৬ রান দিয়ে তিনটি এবং সানজিদা আক্তার চার ওভারে ১১ রানে দুটি উইকেট নেন।

৬৫ রান তাড়া করতে নেমে শামীমা সুলতানা ও সাথী রানী বাংলাদেশকে ভালোই এগিয়ে নিচ্ছিলেন। ২৭ রানে এই জুটি ভাঙেন সাদিয়া ইকবাল। শাওয়াল জুলফিকারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান শামীমা।

দলীয় স্কোরে আর মাত্র পাঁচ রান যোগ করে নাসারা সান্ধুর শিকারে পরিণত সাথী রানী। মাত্র দুই রানে সান্ধুর আরেক শিকার হন অধিনায়ক নিগার সুলতানা। ৩৪ রানে নেই বাংলাদেশের তিন উইকেট। সান্ধুর তৃতীয় শিকার পাঁচ রান করা সোবহানা মোস্তারী। স্কোর বোর্ডে ৪৩ রান।

পঞ্চম উইকেট জুটিতে স্বর্ণা ও রিতু মনি ১৪ রান যোগ করে দলকে এগিয়ে দেন। নিদা দারের দ্বিতীয় শিকারে পরিণত হন ১৪ বলে সাত রান করা রিতু মনি। ষষ্ঠ উইকেট জুটিতে সোমা আক্তার ও সুলতানা খাতুন দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

২০১০ গুয়াংজু এশিয়াডে পুরুষ ক্রিকেট দল স্বর্ণ ও মেয়েরা রুপা, ২০১৪ ইনচন এশিয়াডে মেয়েরা রুপা ও পুরুষ দল ব্রোঞ্জ জিতেছিল। এশিয়ান গেমসে এটা বাংলাদেশ ক্রিকেট দলের পঞ্চম পদক জয়। যা কাবাডির পর এশিয়াড থেকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদক জয়ী ডিসিপ্লিন।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com