বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

মে ও জাতীয় পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবসের প্রস্তুতি সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১২:২৬ এএম

সুনামগঞ্জে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (রুটিন দায়িত্ব জেলা প্রশাসক) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেযারেশনের সুনামগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ মোমতাজুল হাসান আবেদ, জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমেদ, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, শ্রমিক নেতা আব্দুল মতিন, কালা মিয়া প্রমুখ।

সভায় সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজুসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুশৃঙ্খলভাবে প্রতিটি শ্রমিক সংগঠনকে পালনের জন্য দিকনির্দেশনা দেয়া হয় এবং মে দিবসের কর্মসূচি পালনে যেন কোন ধরনে বিশৃঙ্খলা না হয় সেদিকে শ্রমিক নেতৃবৃন্দ খেয়াল রাখার আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com