শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বিলেতে বাঙালী কমিউনিটির সর্ববৃহৎ সংগঠন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে‘র (জিএসসি)’র দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে গোলাপ ফুল প্রতীকে সভাপতি পদে নির্বাচতি হয়েছেন, সংগঠানের বর্তমান সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, বর্তমান সাধারণ সম্পাদক খছরু খান এবং কোষাধ্যক্ষ পদে বর্তমান কোষাধ্যক্ষ সালেহ আহমদ।
প্রতিদ্ব›দ্বীতা পূর্ণ এ নির্বাচনে আতা-খছরু-সালেহ প্যানেলের বিজয়ী হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এ দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন -২০২৩ অনুষ্ঠিত হয়। এতে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে‘র বিভিন্ন রিজিওনের বিপুল সংখ্যাক সদস্য,ডেলিগেট এবং যুক্তরাজ্যের বাঙালী কমিউনিটির বিভিন্ন সামাজিক রাৈিজনতক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে
গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে‘র কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খছরু খানের প্রানবন্ত সঞ্চালনায় বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের ইকবাল বানকুয়েটিং হলে চলে দ্বি-বার্ষিক সাধারণ সভা। একই সাথে আরেকটি হলে চলে নির্বাচন।
দ্বি-বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, ওয়েষ্ট মিডল্যান্ডস রিজিওনের সভাপতি ফখর উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্কটল্যান্ডের পার্লামেন্টের বাংলাদেশী বংশোদ্ভুত স্কটিশ এমপি ফয়সল চৌধুরী এমবিই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য সফররত সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মহিবুর রহমান।
আরও বক্তব্য রাখেন, চ্যারিটি চীফ কো অর্ডিনেটর আলহাজ্ব মনছব আলী জেপি ও নিবাহী সদস্য তৌফিক আলী মিনার প্রমুখ।
বার্ষিক আর্থিক রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সালেহ আহমেদ।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, ব্যরিস্টার আবুল কালাম। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, কার্ডিফের ডেপুটি লীডার কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই ও বার্মিংহাম সিটি কাউন্সিলের উচ্চপদস্থ কর্মকর্তা আবু ওয়াহিদ।
সংগঠনটির মোট ৭৪২ ভোটারের মধ্যে ৩১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করনে। ২৯৫ ভোট পেয়ে আতা-খছরু-সালেহ প্যানেল বিজয়ী হয়।