বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ড. মোমেনের চিঠি

সিলেট ব্যুরো
  • রবিবার, ২ জানুয়ারি, ২০২২, ৪:১৪ পিএম

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি বিল্টঙ্কেনকে চিঠি দিয়েছেন। অ্যান্টনি বিল্টঙ্কেনকে দেয়া চিঠিতে সন্ত্রাসবিরোধী কর্মকান্ডে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভূমিকাও তুলে ধরেছেন তিনি।

সিলেটে বেসরকারি সংস্থা জমজম বাংলাদেশের ভবন উদ্বোধন শেষে রোববার (২ জানুয়ারি) সকালে এমন তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস, জঙ্গী, মাদকবিরোধী কর্মকান্ডে র‌্যাবের পজেটিভ ভূমিকাও তুলে ধরেন। পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রে সংগঠিত সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের কথাও তুলে ধরেন।

এর আগে ২০২২ সালের নববর্ষ উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন ড. আব্দুল মোমেন। চিঠিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গত বছর ১০ ডিসেম্বর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com