শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে আ.লীগ নেতাসহ নিহত ২

নিউজ ডেস্ক
  • শুক্রবার, ২৫ মার্চ, ২০২২, ১:২১ এএম

রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। নিহতের মধ্যে একজন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহত আরেকজনের নাম সামিয়া আরেফিন প্রীতি (২৪)। তিনি বদরুন্নেসা কলেজের ছাত্রী ছিলেন। গুলিবিদ্ধ ব্যক্তির নাম মুন্না। তিনি নিহত টিপুর গাড়িচালক বলে জানা গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান বলেন, শাহজাহানপুর থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে এক নারী ও এক পুরুষ মারা গেছেন। গুলিবিদ্ধ আরেকজনের চিকিৎসা চলছে। তবে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে এখনও কিছু জানতে পারিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত ১১টার পর তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়। তাদের দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com