রাজধানীর মোহাম্মদপুরে শতাধিক গরীব ও সুবিধাবঞ্চিত পরিবারে মধ্যে কুরবানীর মাংস বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ৪ কেজি করে মাংস দেয়া হয়।
ওব্যাট হেল্পার্স বাংলাদেশ-এর উদ্যোগে ও মুসলিম এইড ইউকে-এর আর্থিক সহযোগিতায় এবং ওব্যাট থিঙ্ক ট্যাংক-এর স্বেচ্ছাসেবকরা শতাধিক পরিবারের মধ্যে কুরবানীর মাংস বিতরণ করেন।
জানাযায়, রাজধানীর মোহাম্মদপুরে শতাধিক সুবিধাবঞ্চিত অবহেলিত, প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ও অসহায় পরিবারের মধ্যে কুরবানীর মাংস বিতরণ করা হয়। প্রতি পরিবারকে ৪ কেজি করে গরুর মাংস প্রদান করা হয়।
বিতরণ কার্যক্রম প্রত্যক্ষ করেন, মুসলিম এইড বাংলাদেশের প্রতিনিধি তাহমিনা নীরা।
স্বেচ্ছাসেবক লতিফুজ্জামান ফয়সাল বলেন, “আমরা এমন সব পরিবারের পাশে দাঁড়িয়েছি যারা বছরের পর বছর মাংস খেতে পারেন না। তাদের চোখের আনন্দ আর শুকরিয়া আমাদের অনুপ্রেরণা।”
ওব্যাট হেল্পার্স-এর নির্বাহী পরিচালক শাকিল আহমেদ জানান, ঈদ-উল-আযহায় যাদের কুরবানী দেয়া বাং মাংস কেনার সামর্থ্য নেই এমন শতাধিক পরিবারের প্রতিটি পরিবারকে কেজি করে কুরবানীর মাংস দেয়া হয়েছে।
তিনি আরও জানান, এ মহতী উদ্যোগের ফলে সুবিধাবঞ্চিতদের মধ্যে ঈদের খুশি ছড়িয়ে দিয়েছে এবং মানবিক সহযোগিতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।