স্কুল ছাত্রী রাজনা হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সুনামগঞ্জের শান্তিগঞ্জে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার (২৬ জুলাই) বেলা ১১টায় উপজেলার পাথারিয়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, সুরমা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিক্ষক আমিনুল ইসলাম, প্রভাষক মোস্তাহার মিয়া, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়জুর রহমান, বিজয় সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি ফরিদ আহমদ,সমাজসেবী মোহাম্মদ আলী, মাওলানা মহিবুর রহমান প্রমুখ।
মানবন্ধন শেষে ছাত্র,শিক্ষক ও স্থানীয়রা দিরাই-মদনপুর সড়কের পাথারিয়া বাজার এলাকায় সড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করে। এসময় প্রায় দুইঘন্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে শন্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ আজামান ঘটনাস্থলে গিয়ে ছাত্র ও শিক্ষকদের আসস্থ করলে তারা সড়ক অবরোধ তুলে নেন।
প্রসঙ্গত, গত ২২ জুলাই শনিবার সন্ধ্যায় শরীফপুর তালুকদার বাড়ী সংলগ্ন সড়কের পাশে স্কুল ছাত্রী রাজনার বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। রাজনা বেগম পাথারিয়া গ্রামের ইসরাইল মিয়া মেয়ে ও স্থানীয় সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭ম শ্রেণীর ছাত্রী।
২৩ জুলাই অজ্ঞাতনামা আসামি করে শান্তিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন রাজনার বাবা ইসরাইল মিয়া।