বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

রোবোটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশ দল চ্যাম্পিয়ন

সংবাদ বিজ্ঞপ্তি
  • সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৫:৩৭ পিএম

আইইইই রোবোটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়েছে। সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশসহ ৬০টিরও বেশি দেশ অংশ এ প্রতিযোগিতায় অংশ নেয়।

বিশ্বের সর্ববৃহৎ টেকনিক্যাল প্রফেশনাল অর্গানাইজেশন ইনস্টিটিউট এÐ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়াস (আইইইই) উদ্যোগে গত ৯-১০ ডিসেম্বর এ প্রতিযোগিতার ১০তম আসর থাইল্যান্ডের ব্যাংককে চুলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক এ রোবোটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলে ছিলেন, বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী অঙ্কন দেব, আসিফ ইসলাম, মায়িশা হক, শেখ ইফতেখার আহমেদ।

তিন মাসের প্রজেক্ট তৈরিতে সুপারভাইজার ছিলেন, বুয়েটের ইইই বিভাগের প্রফেসর ড. সিলিয়া শাহনাজ ও ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ। এছাড়াও প্রজেক্টে সাহায্য সহযোগিতা করেন ডিপার্টমেন্টের সিনিয়র এবং অ্যালামনাই।

বহির্বিশ্বে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের রোবোটিক্সের এ অর্জনের জন্যে অভিনন্দন এবং শুভকামনা।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com