বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চীন

Reporter Name
  • শনিবার, ৮ জানুয়ারি, ২০২২, ১০:৩৭ এএম

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিংহাই প্রদেশে শনিবার ভোরে রিখটার স্কেলে ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এর বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

মার্কিন ভূমিকম্পবিদরা জানিয়েছেন ভূমিকম্পের কেন্দ্রস্থল জিনিং শহরের প্রায় ১৪০ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে।

ইউএসজিএস জানিয়েছে, প্রায় ২৫ মিনিট পরে একটি পাঁচ দশমিক এক-মাত্রার আফটারশক হয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের মাত্রা ছিল ৬.৯।

ইউএসজিএস জানিয়েছে, ‘মানুষের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম’ তবে তারা আরও যোগ করে যে ‘উল্লেখযোগ্য ক্ষতি’ হওয়ার সম্ভাবনা ছিল।

এদিকে মার্কিন সংস্থা সতর্ক করেছে যে এই অঞ্চলের জনগণ এমন আবাসনে বাস করে যেগুলি ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তবে কিছু ‘ভূমিকম্প প্রতিরোধী আবাসন রয়েছে।’।

কম জনবহুল এই প্রদেশটি তিব্বত মালভূমি জুড়ে বিস্তৃত। ২০১০ সালে, কিংহাইতে একটি দশমিক ৯-মাত্রার ভূমিকম্পে ৩ হাজার মানুষ মারা নিহত হয়েছিল।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com