শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

‘শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে’

সুনামগঞ্জ প্রতিনিধি
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১১:৫০ পিএম

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনে যারা যে স্বপ্ন নিয়ে শহীদ হয়েছেন তাদের এই স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে। শহীদদের আত্মদানের স্পিরিট ধরে রাখতে হবে উল্লেখ করে বক্তারা আরো বলেন, তাদের এ আত্মত্যাগকে সমুন্নত রেখে আমাদের এগিয়ে যেতে হবে। কোনভাবেই যেন শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়।

শনিবার (৩০ নভেম্বর) বিকেল সোয়া ৩ টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪ সালে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আরো বলেন,বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে জুলাই বিপ্লব হয়েছে। কোনভাবেই যেন ফ্যাসিস্টরা জুলাই বিপ্লবের স্পিরিট ব্যাহত করতে পারেন সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মো. মহিবুল্লাহ অকন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, লেফটেন্যান্ট মোহাম্মদ গোলাম নাহিদ মুরাদ, সহকারি পুলিশ সুপার মোহাম্মদ নাছিম উদ্দিন।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সুনাগমঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈদ উদ্দিন সোহেল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরে নূর আলী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চারবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটির আহŸায়ক ইমন দোজা আহমদ, ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ আয়াত উল্লাহ’র বাবা সিরাজুল ইসলাম, আহত জহুর আলী, অভি মিয়া প্রমুখ।

সভার শুরুতেই শহীদ আয়াত উল্লাহর বাবা সিরাজুল ইসলাম ও শহীদ সোহাগ মিয়ার বাবা মো. আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে দর্শক সারিতে বসে থাকা আহতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় শহীদদের স্মরণে এক মিটিন নিরবতা পালন করা হয়।

আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফেতা ও বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজতা করা হয়।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com