সুনামগঞ্জের শান্তিগঞ্জে পৃথকস্থানে পানিতে ডুবে মাইমুনা আক্তার (৬) ও রায়হান আহমদ (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (নোয়াবাড়ি) গ্রামের বাড়ির সাঁকো থেকে পানিতে পড়ে মাইমুনা আক্তারের মৃত্যু হয়। মাইমুনা চন্দ্রপুর (নোয়াবাড়ি) গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।
এর আগে দুপুর ২টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা সেতুর পশ্চিম পাশে খালের মধ্যে পড়ে রায়হান আহমদ মারা যায়। রায়হান আহসানমারা এলাকার বাহার উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, মাইমুনা বাড়ির সাঁকো পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দোকানে যায়। ফেরার পথে সকলের অগোচরে সাঁকোর উপর থেকে পড়ে যায়। ঘন্টা খানেক মাইমুনাকে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি সন্ধ্যায় বাড়ির সামনের সাঁকোর নিচে খাল থেকে মৃত অবস্থায় মাইমুনার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, দুপুরে শিশু রায়হান আহমদ বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ পরিবারের লোকজনের দৃষ্টির অগোচরে বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। হঠাৎ তার মা রত্না বেগম ছেলেকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।
পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার ও জয়কলস ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোছা. রোকিয়া বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।