সুনামগঞ্জের শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় বিদ্যুতায়িত হয়ে আমরোজ মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের চিকারকান্দির গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।
এছাড়াও আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে গবাদিপশু, গোলার ধানসহ অন্তত ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (২৩ জুলাই) দিনগত আড়াইটার দিকে উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের চিকারকান্দির হাজিবাড়িতে অগ্নিকাÐের মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রোববার দিনগত রাত আড়াইটার দিকে চিকারকান্দি গ্রামের হাজিবাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়। এসময় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে আমরোজ মিয়া মারা যান।
খবর পেয়ে শন্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে গ্রামের তারিছ মিয়া, আমরোজ মিয়া, শাবাজ মিয়া, ছমরু মিয়া, রিপন মিয়া, আহাদ মিয়া, আব্বাস মিয়া, সিতার মিয়া ও সুজাত মিয়ার ঘর পুড়ে ছাই হয়ে যায়।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো.জিসান রহমান নাবিক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুতায়িত হয়ে একজন মারা গেছেন এবং অগ্নিকাণ্ড ৯টি ঘর পুড়েছে। ক্ষতির পরিমাণ ৮০ লক্ষ টাকা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ সর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলেও তিনি জানান।