বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

শান্তিগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ৯ জুন, ২০২৫, ১০:৩১ পিএম

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযানে ১৬ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ রাজ্জাক মিয়া (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাজ্জাক মিয়া দিরাই উপজেলর নতুন কনগাঁও গ্রামের বাসিন্দা।

সোমবার (০৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ডিবির একদল সদস্য সুনামগঞ্জ- সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলা জয়কলস এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার সহ তাকে গ্রেফতার করে।

পুলিশ জনানয়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আজিজুল হকের নেতৃত্বে একদল ডিবি পুলিশ সুনামগঞ্জ- সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলা জয়কলস এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের টয়োটা ব্র্যান্ডের প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী রাজ্জাক মিয়াকে আটক করে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত রাজ্জাকের বিরুদ্ধে জেলার শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com