বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

শান্তিরক্ষা মিশন: কঙ্গো গেলেন ১৮০ পুলিশ

দেশ ভয়েস ডেস্ক
  • সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১৮ এএম

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কঙ্গো গিয়েছে বাংলাদেশ পুলিশের নারী ফরমড পুলিশ ইউনিটের (এফপিইউ) ১৮০ সদস্য।

রোববার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো.মনজুর রহমান বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো গেছেন এফপিইউ’র ১৮০ জন সদস্য। শনিবার রাতে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ১৮০ জন সদস্যের দলটি কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ডি আর কঙ্গোতে প্রথমবারের মতো ২০০৫ সালে এফপিইউ’র দল পাঠায় বাংলাদেশ পুলিশ।

বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণের অঙ্গীকারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয় ১৯৮৯ সালে। সেই থেকে বাংলাদেশ পুলিশ জাতিসংঘের নীল পতাকার পাশে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করেছে এশিয়া, ইউরোপ, আমেরিকা আর আফ্রিকা মহাদেশের দুর্গম বিভিন্ন প্রান্তরে। বিগত তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসমূহের ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের নিষ্ঠাবান সদস্যদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে।

এছাড়া বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও দৃঢ় মনোবলের সাথে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীগণ ডেমোক্রেটি রিপাবলিক অব কঙ্গো, মালি, দারফুর, সুদান, সাউথ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। বিশ্ব শান্তিরক্ষার মহান দায়িত্ব পালনকালে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২৩ জন সদস্য জীবন দিয়েছেন।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com