সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে অনশন ভাঙার পর অবস্থান কর্মসূচিরও ইতি টানতে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে বলেও জানান তিনি। তবে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবির বিষয়ে কোনো আশ্বাস দেননি শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য ড. জাফর ইকবালের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে শাবিপ্রবির সাম্প্রতিক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সব সমস্যার সমাধান করা হবে। তারা যেকোনো সময় সেসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে। তবে, তাদের কয়েক দফা হঠাৎ এক দফা দাবিতে কীভাবে পরিণত হল, সেটা বুঝতে পারলাম না। শিক্ষার্থীদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হবে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার সবাই একপক্ষ। এখানে দুইপক্ষ বলে কিছু নেই। আন্দোলনে থাকা শিক্ষার্থীরা মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন। তারা একটু গুছিয়ে উঠুক। কিছুদিন পর আমরা সেখানে যেতে পারি। শিক্ষার্থীরা চাইলে আমরা যে কোনো সময় তাদের সঙ্গে বসবো।
ভিসির পদত্যাগের বিষয়ে মন্ত্রী বলেন, ভিসির পদত্যাগ অন্য বিষয়। তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেন। তিনি পদত্যাগ করলেই তো সমস্যার সমাধান হবে না। এক ভিসি যাবেন, আরেক ভিসি আসবেন। সমস্যার জায়গায় সমস্যা থেকে যাবে। তাই এখনই ভিসি পদত্যাগ করছেন না, অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। ভিসির পদত্যাগই সমাধান নয়। এই ভিসি গেলে আরেক ভিসি আসবেন।
এসময় অজ্ঞাত মামলার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগে যা হয়ে গেছে, তা তো হয়েই গেছে। আমরা সামনে এগিয়ে যেতে চাই। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ক্ষতি হোক সেটা আমরা চাই না। মামলার ফলে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না বলে জানান তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান।
শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করে তিনি বলেন, হামলায় জড়িতদে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।