বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

শামীম ওসমানের কেন্দ্রে ডুবলো নৌকা!

অনলাইন ডেস্ক
  • রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২, ৭:৫৮ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অন্য কেন্দ্রগুলোতে নৌকা প্রতীকের জয়জয়াকার হলেও সংসদ সদস্য শামীম ওসমানের কেন্দ্রে হয়েছে ভরাডুবি। মেয়র প্রার্থীদের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নৌকার সেলিনা হায়াৎ আইভী ও সদ্য বহিষ্কৃত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি তৈমুর আলম খন্দকারের মধ্যে। তিনি লড়াই করছেন হাতি প্রতীক নিয়ে।

রবিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে নগরীর আদর্শ স্কুল কেন্দ্রে নৌকা প্রতীক পেয়েছে ৩৬২ ভোট। বিপরীতে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের হাতি প্রতীক পেয়েছে ৬৮০ ভোট। অর্থাৎ শামীম ওসমানের কেন্দ্রে হাতি প্রতীক ৩১৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে। এই কেন্দ্রে ১১৭৩ জন ভোটার ভোট দেন। তবে দুইটি ভোট বাতিল হয়। আর ২ হাজার ৮২ জন ভোটার অনুপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ শহরে ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন পুরুষ ও ২ লাখ ৫৭ হাজার ১১১ জন নারী ভোটার এবং চারজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

ভোট শেষ হওয়ার ২০ মিনিট আগে ভোট দেন শামীম ওসমান। ৩টা ২৯ মিনিটে রিকশায় চড়ে আদর্শ স্কুল কেন্দ্রে উপস্থিত হন তিনি। ভোটার পরিচয় যাচাইয়ের পর গোপন কক্ষে গিয়ে বেশ সময় নিয়ে ভোট দেন। ভোট দিয়ে এসে কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেন তিনি।

নৌকা হেরে গেলে আইভী হারবে না, নৌকা হারবে- সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ‘নৌকার প্রার্থী হারবে না, যদি বলে কিছু নেই।’

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com