শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

শাল্লার দাড়াইন নদীতে দুই সন্তানসহ ‘মা’ নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ১:০০ এএম

সুনামগঞ্জের শাল্লা উপজেলার দাড়াইন নদীর ব্রিজে ওঠান সময় দুর্লভ রানী দাস(৩০) ও তার ৭ বছরের মেয়ে জবা রানী দান এবং ৫ বছরের ছেলে বিজয় দাস প্রবল ¯্রােতে নিখোঁজ হয়েছে। দুর্লভ রানী দাস উপজেলার জবিবপুর ইউনিয়নের রথীন্দ্র দাসের স্ত্রী।

সোমবার (১৯ জুন) সন্ধ্যা ৭টার শাল্লা দড়াইন নদী ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭ টার দিকে রঘুনাথপুর গ্রামের দিক থেকে দুর্লভ রানী দাস তার মেয়ে জবা রানী দাস ও ছেলে বিজয় দাসকে নিয়ে শাল্লা উপজেলা সদরে যাওয়ার সময় উপজেলা সদর সংলগ্ন দাড়াইন নদী ব্রিজে ওঠার সময় পা ফসকে সন্তানদের নিয়ে নদীতে পড়ে যান। এসময় প্রবল স্রোতে তিনজনই দাড়াইন নদীতে তলিয়ে যায়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব, ওসি আমিনুল ইসলাম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ঘটনাস্থলে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব বিষয়টি নিশ্চিত করে জানান, লেখা পর্যন্ত তাদের উদ্ধারে পুলিশ নদীতে অভিযান চালাচ্ছে।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com