সুনামগঞ্জের শাল্লায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে লিটন মিয়া (৪৫) নামের এক কৃষকের মৃত্যু। তিনি উপজেলাার শশাকান্দা গ্রামের সূরুজ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক। দীর্ঘদিন ধরে লিটন সুলতানপুর গ্রামের শ^শুুর বাড়িতে বসবাস করে আসছেন।
বুধবার (২১ জুন) সন্ধ্যায় ৭টার দিকে উপজেলা সুলতারপুর নদীতে এ ঘটনাা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার সুলতানপুর গ্রামের পাশে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে তিনি মারা যান।
শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করেছেন।