বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

শাহ আব্দুল করিমের গানে মজদুরের কথা ফুটে উঠেছে

সুনামগঞ্জ প্রতিনিধি
  • শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১২:৪৮ এএম

একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জীবন ও কর্ম নিয়ে অলোচনা সভায় বক্তারা বলেছেন, তাঁর গানে নিপীড়িত, শোষিত ও বঞ্চিত মানুষের কথা এক কথায় মজদুরের কথা ফুটে উঠেছে। তাঁর গান ছিল অতি সহজ ও সরল ভাষায়। যা ভাটি বাংলার জীবনচিত্র ফুটে উঠেছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সুনামগঞ্জ বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে রুরাল এ্যাডভান্সমেন্ট সোসাইটি (রাস) এর উদ্যোগে এবং ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রামের সহযোগিতায় বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জীবন ও কর্ম নিয়ে অলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

রুরাল এ্যাডভান্সমেন্ট সোসাইটি (রাস)-এর নির্বাহী পরিচালক দ্রæপদ চৌধুরী নূপুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

 

দিরাই তথ্য সেবা কর্মকর্তা পারমিতা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. তাজউদ্দিন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভাটিবাংলা বাউল একাডেমি ও গবেষণা কেন্দ্রের সভাপতি শাহ আবদুল তোয়াহেদ। মুখ্য আলোচক হিসেবে শাহ আব্দুল করিমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন তাঁর একমাত্র সন্তান শাহ নূরজালাল।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com