বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন না মঞ্জুর

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১৭ পিএম

সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ -৩ আসনের সাবেক এমপি এম এ মান্নানের জামিন না মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নির্জন কুমার মৈত্র জামিন আবেদন না মঞ্জুর করেন।

আদালতে বিপুল সংখ্যক আইনজীবীর উপস্থিতিতে জামিন আবেদনের পক্ষে-বিপক্ষে শুনানি হয়।

এম এ মান্নানের আইনজীবীরা আদলতে জানান,গত ৪ আগস্টের ঘটনায় এম এ মান্নান সম্পৃক্ত ছিলেন না। তিনি সেদিন ঘটনাস্থলে ছিলেন না। এম এ মান্নান শারীরিক অসুস্থতা বিবেচনা করে জামিন আবেদন করেন তারা।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হক জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, ‘সুনামগঞ্জের সাধারণ ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন এম এ মান্নান। তার নির্দেশে ৪ তারিখে হামলা হয়েছে। এ জন্য তিনি জামিন পেতে পারেন না।

তিনি আরও বলেন, তার পরিকল্পনায় দেশে ও সুনামগঞ্জে মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। সেখানে অনেক অনিয়ম দুর্নীতি করেছে সরকার। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করছি।’

প্রঙ্গত, গত (২ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই  হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনকে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন। এই মামলায় গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)  রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে পুলিশ অভিযান পরিচালনা করে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করে।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com