বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সিলেটে বৈশাখের ঝড় ও শিলাবৃষ্টি

সিলেট প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১২:৪৭ এএম

তীব্র গরম ও তাপদাহের পর সিলেটে ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে প্রবল বেগে ঝড় ও বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পর হয় শিলাবৃষ্টি। তবে ২০-২৫ মিনিটের মধ্যেই থেমে যায় ঝড়-বৃষ্টি।

বৃষ্টিতে শীতল পরশ পেয়েছে সিলেটবাসী। বৃষ্টি থেমে গেলে অসহ্য গরম অনেকটা কমেছে।

বুধবার ইফতারের পর সিলেটের ঈদ বাজারে ছিল ক্রেতার উপচেপড়া ভিড়। মার্কেট-বিপনি বিতান নারী, শিশুসহ সব বয়সী ক্রেতায় মুখর। তীব্র গরম উপেক্ষা করেই তারা কেনাকাটা করছিলেন। রাত ১০টার দিকে আকাশে কালো মেঘের ঘনঘটা শুরু হয়। এর কিছুক্ষণ পরই শুরু হয় ঝুম বৃষ্টি। এতে পথচারীরা দৌড়ে মার্কেট-বিপনি বিতানে গিয়ে অবস্থান নেন। অনেকে বৃষ্টিতে ভিজলেও তাদের চোখেমুখে ছিল স্বস্তি।

সিলেট আবহাওয়া অফিস জানায়, সিলেটে বৃষ্টির আভাস আমরা আগেই দিয়েছিলাম। বুধবার রাতে বৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, সিলেট বিভাগের অনেক এলাকায় বৃহস্পতিবার থেকে আগামী রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি হতে পারে। অর্থাৎ ঈদের দিনেও সিলেটে বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com