বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে আগাম বন্যার কার্যকর পূর্বাবাস বিষয়ক কর্মশালা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০৬ পিএম

সুনামগঞ্জে হাওরাঞ্চলে আগাম বন্যার কার্যকর পূর্বাবাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতিসংঘের খাদ্য এবং কৃষি বিষয়ক সংস্থার উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(এডমিন) আবু সাঈদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুমিনুল হক, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহ নূর আলম, সুনামগঞ্জ সমাজসেবা বিভাগের উপপরিচালক সূচিত্রা রায়, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ কুটির শিল্প (বিসিক) এর উপমহাব্যবস্থাপক এমএনএম আসিফ, সুনামগঞ্জ রেডক্রিসেন্ট-এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান পীর।

আরও বক্তব্য রাখেন,সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আইনুল ইসলাম বাবলু। এনজিও প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, এফ্যারট্স ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)’র কর্মসূচি সমন্বয়কারি মো. আশিকুর রহমান রহমান, কেয়ার বাংলাদেশের হারুন অর রশিদ প্রমুখ।

হাওরাঞ্চলে আগাম বন্যার কার্যকর পূর্বাবাস বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন করেন, পুড এন্ড এগ্রিকালচার ওরগেনাইজেশনের ন্যাশনাল এগ্রিকালচার মার্কের স্পেশালিস্ট আবু মাসুদ ও রিজিলেন্স ইমারচেন্সি স্পেশালিস্ট হরি প্রসাদ ভাজ্জা।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com