সুনামগঞ্জ জেলার উন্নয়ন-অন্তরায় ও প্রতিকার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সাকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল।
সুনামগঞ্জের উন্নয়ন, অন্তরায় ও প্রতিকার নিয়ে কর্মশালায় েেজলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের প্রস্তাবনা তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক( উন্নয়ন ও মানব সম্পদ ব্যাস্থাপনা) সুনজিত কুমার চন্দ।
কর্মশালায় জেলার বিভিন্ন দপ্তর প্রধানদের ৭টি গ্রæপে ভাগ করা হয়। টাঙ্গুয়া গ্রæপে ছিলেন প্রকৌশলীগণ, কুশিয়ারা গ্রæপে শিক্ষা বিভাগ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুরমা গ্রæপে কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ কর্মকর্তাগণ, কালনি গ্রæপে সমাজসেবা, সমবায়, পরিসংখ্যান ও ইসলামিক ফাউন্ডেশনে কর্মকর্তা, বরাম গ্রæপে খাদ্য বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ, নিলাদ্রী গ্রæপে আইনশৃঙ্খলাবাহিনী, যাদুকাটা গ্রæপে ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগ।
সুনামগঞ্জ জেলার উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যার সমাধান নিয়ে বিভিন্ন গ্রæপের সদস্যরা পর্যালোচনা করে গ্রæপ ভিত্তিক উপস্থাপনা করেন। টাঙ্গুয়া গ্রæপের বিভিন্ন পর্যালোচনা ও প্রস্তাব উপস্থপনা করেন, সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, কুশিয়ারা গ্রæপের উপস্থাপনা করেন জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, সুরমা গ্রæপের উপস্থাপনা করেন জেলা মৎস্য কর্মকর্তা শামশুল হক, কালনি গ্রæপের উপস্থাপনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আলম, বরাম গ্রæপের উপস্থাপনা করেন সহকারি জেলা খাদ্য নিয়ন্ত্রক মুশফিকুর রহমান, খাদ্য নিলাদ্রী গ্রæপের উপস্থাপনা করে অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার ঘোষ এবং যাদুকাটা গ্রæপের উপস্থাপনা করেন সিভিল সার্জন ডা. জমিস উদ্দিন।
কর্মশালা শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, এ কর্মশালার মাধ্যমে জেলা পর্যায়ে কর্মকর্তাদের প্রস্তাব তিনি জেলা প্রশাসক সম্মেলনে উপস্থাপন করবেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল কর্মশালা কেমন হয়েছে উপস্থিত সাংবাদিকদের কাছে জানতে চাইলে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী ও এনটিভির সুনামগঞ্জ প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী তাদের মতামত উপস্থাপন করেন।