শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ১১:৫৪ পিএম

সুনামগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম প্রামানিক, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল রায়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মো. চান মিয়া, জেলা ক্যাবের সাধারণ ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী প্রমুখ।

সভা আরও উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মাইনুল ইসলাম ভূইয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী নূরুল মোমেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ, জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. আব্দুস ছত্তার, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবু তালেবসহ জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com