“পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সুনামগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গন থেকে জেলা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জগৎজ্যোতি পাঠাগার( পাবলিক লাইব্রেরি) মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, অধ্যাপক পরিমল কান্তি দে, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি নুরুর রব চৌধুরী প্রমুখ।
জগন্নাথপুর সার্কেল সহকারী পুলিশ সুপার সুভাশিষ ধরের সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ।
আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ প্রধানের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য এবং সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই জনাব মো. আনোয়ার হোসেনকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।