বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১২:৩৭ এএম

সুনামগঞ্জে ৪দিন ব্যাপী গ্রাম আদালত প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১৫ এপ্রিল) সকালে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ উলিয়াস মিয়া।

সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ উলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ।

৪ দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণে ১ম ব্যাচে অংশগ্রহণ করেন দোয়ারাবাজার, ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও শাল্লা উপজেলার ৩০ জন হিসাব সহকারি কাম-কম্পিউটার অপারেটর।

পর্যায়ক্রমে জেলার সকল ইউনিয়ন হিসাব সহাকারিগণকে এ প্রশিক্ষণ প্রধান করা হবে।

প্রসঙ্গত, ইউরোপীয়ন ইউনিয়ন ও ইউএনডিপি’র সহায়তায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় দেশব্যাপী বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প বাস্তবায়ন করছে।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com