বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১১:২৭ পিএম

‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিডাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস।

জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার(১২ আগস্ট) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যলয়ের ফটক থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নেতৃতত্বে অনুষ্ঠিত র‌্যালিতে অংশ নেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহ নূর আলম, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরীসহ জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে সফল যুবদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়। পরে শহরের নবীনগরস্থ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রাঙ্গনে পরিষ্কার-পরিছন্নতা কর্মসূচি ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com