‘দশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পাদ হবে উন্নতি’ এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উদ্বোধনী দিনে জেলা প্রাণি সম্পদক কার্যালয়ের প্রধান ফটক থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের ষোলঘর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রাণিসম্পদ প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, প্রশিক্ষণ কর্মকর্তা ডা. তরুন কুমার শিকদার।
ভেটেনারি সার্জন ডা. সাজিদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা প্রাণি সম্পদক কর্মকর্তা ডা. অমিত কুমার সাহা, সুনামগঞ্জ আঞ্চলিক হাঁস প্রজনন কেন্দ্রের সহকারি পরিচালক কৃষিবিদ মোা. লিটান মিয়া, জেলা প্রানি সম্পদ সার্ভিস প্রোভাইডার সুবর্না দেবী প্রমুখ।
জেলা প্রাণিসস্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম জানান, জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী সপ্তাহ জেলার ১২টি উপজেলায় উদযাপন করা হচ্ছে।
প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষ্যে জেলা প্রাণি সম্পদ প্রাঙ্গনে গবাদিপশুর মেলা বসেছে। মেলায় ৩০ টি স্টল বসেছে।