বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ সমাপনীতে পুরষ্কার বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১২:০৫ এএম

সুনামগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ সমাপনীতে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) জেলা প্রাণিসম্পদ দপ্তরের মিলনায়তনে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. খালেদ সাইফুল্লাহ’র সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. সুকদেব সাহা,ছাতক উপজেলা প্রাণি সম্পদক কর্মকর্তা ডা. মিলন মিয়া, ধর্মপাশা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. উৎপল কুমার সরকার, দিরাই উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বাবরা হেমলিন প্রমুখ।

আলোচনা সভা শেষে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ খামারি ও শ্রেষ্ঠ কর্মকর্তা ও কমচারীদের পুরষ্কার প্রদান করা হয়।

শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন, উপস্থিত প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও খামারিগণ।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com