বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ২ মার্চ, ২০২৫, ১১:২৯ পিএম

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।

রোববার (০২ মার্চ) বেলা ১১ টায় জেলা শিল্পকলা থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক বের হয়ে পুনরায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা নির্বাচন অফিসার মো. শুকুর মাহমুদ মিয়া।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, শিক্ষক গিয়াস উদ্দিন, মো. হারুন আর রশীদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি উসমান গনি প্রমুখ।

বক্তারা বলেন, শুধু ভোট দেয়ার জন্যই ভোটার হওয়া নয়। ভোটার হলে জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়। রাষ্ট্রে ২২টি সুযোগ- সুবিধা পেতে এই জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন।

বক্তারা আরও বলেন, সঠিক তথ্যে ভোটার হতে হবে। ভোটার হলে আমাদের ভোটে গণতন্ত্র হবে অগ্রগামী।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com