“প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। শনিবার (০৩ জানুয়ারি) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দিবসটিকে সামনে রেখে আত্ম-অনুসন্ধান বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) সমর কুমার পাল।
জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. তানজিল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন, জাতীয় সমাজসেবা পরিষদের সদস্য নুরুর রব চৌধুরী, অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম গাজী, রিকশা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন,আরডিএস-এর নির্বাহী পরিচালক মিজানুল হক সরকার,তৃণমূল প্রতিবন্ধী পুনর্বাসন সংগঠনের সভাপতি তাজুল ইসলাম, প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি নুর উদ্দিন প্রমুখ।