বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে জুলাই আহতদের মধ্যে চেক বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • শনিবার, ১০ মে, ২০২৫, ১১:৫১ পিএম

সুনামগঞ্জে জুলাই’২৪ গণর্ভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের সি ক্যাটাগরির আহতদের অর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১০ মে) দুপুর ১ টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলতায়নে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল-এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ, সিভিল সার্জন ডা. জমিস উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।

আরও বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা উছমান গণি, আহত জুলাই যোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন, মো. ফয়সল আহমদ প্রমুখ।

আলোচনা শেষ আহত জুলাই যোদ্ধাদের সুস্থতাসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা।

পরে সি ক্যাটাগরির ২৩০ জন আহতদের মধ্যে আর্থিক অনুদানের দুই কোটি ৩০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

সি ক্যাটগরির প্রত্যেককে এক লাখ টাকার চেক প্রদান করা হয়।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com