শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

দেশ ভয়েস ডেস্ক
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১:৩৮ পিএম

সুনামগঞ্জে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ সদর উপজেলার টুকের বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. শফিকুল ইসলাম।

এসময় ভোক্তা-অধিকারকে সহযোগিতা করেন, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সুনামগঞ্জ জেলা সভাপতি নাসিরুল হক আফিন্দী, সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার টুকের বাজারে অভিযান চালিয়ে খালেক এণ্ড সন্সকে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে না থাকায় এক হাজার টাকা জরিমান, রিয়া ভেরাইটজ স্টোরকে মেয়াদ উর্ত্তীর্ণ পণ্য রাখার অপরাধে তিন হাজার টাকা এবং মালেক এণ্ড সন্সকে খোলা ভোজ্য তেলে তেলাপোকাসহ আবর্জনা থাকার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সুনামগঞ্জ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ধরণের অধিযান জেলার সর্বত্র চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com