শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২০ পিএম

সুনামগঞ্জ শহরের ডিএস রোড ও উকিলপাড়ায় অভিযান চালিয়ে দুই ব্যাবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল আমিন। এসময় জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে শহরের ডিএস রোডে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ফাস্ট ফুড রাখার দায়ে মাছুম ট্রেডার্স ১০ হাজার টাকা জরিমান এবং উকিলপাড়া পয়েন্টে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ আইসক্রীম রাখার অপরাধে সৈকত মেগাশপকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সুনামগঞ্জ ভোক্তা-অধিকারের সহকারি পরিচালক মো. আল বিষয়টি নিশ্চিত করে জানান, এধরনের অভিযান চলমান থাকবে।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com