সুনামগঞ্জে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) শেখ মহি উদ্দিন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী-১ মো. মামুন হাওলাদার,সমাজসেবা বিভাগের উপপরিচালক সূচিত্রা রায়, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান।
জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণসুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, ব্র্যাকের জেলা সমন্বয়কারি আবুল কালাম আজাদ, ঢাকা আহসানিয়া মিশনের অনুপ কুমার দে প্রমুখ।