সুনামগঞ্জে নিরাপদ খাদ্য বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গরবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) সনজিত কুমার চন্দের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (রুটিন দায়িত্ব জেলা প্রশাসক) মোহাম্মদ রেজাউল করিম।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিনের সঞ্চলানায় সেমিনারে আরও বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী প্রমুখ।
সেমিনারে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় প্রতিনিধিগণ।