সুনামগঞ্জে নিরাপদ মাছ উৎপাদন ও বিপণনে মৎস্যজীবীদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৫ অক্টোবর) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রেজাউল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মৎস্য চাষী মো. দারু মিয়া প্রমুখ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আল মিনান নূর।