সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নলুয়ার হাওরে একটি ডিঙ্গি নৌকা ডুবে রহিমা বেগম(৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মলিকা বেগম(৩৫) নামের অপর নারী নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াউটার দিকে উপজেলা নলুয়ার হাওরে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা রহিমা বেগম জেলার দিরাই উপজেলার কালধর গ্রামের মৃত আব্দুল কাদিরের স্ত্রী ও নিখোঁজ মলিকা এই গ্রামের আবুল কালামের স্ত্রী। নিখোঁজ মলিকা নিহত রহিমা বেগমের নাতি আব্দুল কালামের স্ত্রী।
পুলিশ জানায়, শুক্রবার জুম্মার নামাজের পর দিরাই উপজেলার কালধর গ্রামের আব্দুল কালাম তার স্ত্রী মলিকা বেগম ও দাদী রহিমা বেগমসহ ৭ জনকে নিয়ে জগন্নাথপুর উপজেলা শহর থেকে একটি ইঞ্জিন চালিত ডিঙ্গি নৌকায় করে বাড়ি উদ্দেশ্যে রওয়ানা হন। দুপুর আড়াইটার দিকে তাদের বহনকারি ডিঙ্গি নৌকাটি উপজেলার বোরাখালি গ্রামের কাছাকাছি পৌছলে হঠাৎ ঝড়ো হাওয়ায় তাদের ডিঙ্গি নৌকাটি ডুবে যায়। এসময় হাওরে থাকা অন্যান্য নৌকাগুালো ডিঙ্গি নৌকার ৫ যাত্রীকে উদ্ধার করলে বৃদ্ধা রহিমা ও তার নাতি বউ হাওরে ডুবে যান। বৃদ্ধাকে মৃত অবস্থায় উদ্ধার করলেও নিখোঁজ মলিকা।
জগন্নাথপুর থানার ওসি আজিজুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, নৌকা ডুবিতে মৃত রহিমা বেগমকে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ মলিকা বেগমকে উদ্ধারে হাওরে অভিযান চালানো হচ্ছে।