সুনামগঞ্জ সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের পানিতে ডুবে ওয়ালিমা বেগম(৫) ও আরিফ মিয়া(৩) নামের দুই শিশুর মৃতু হয়েছে। সম্পর্কে তারা আপন ভাই-বোন। ওয়ালিমা ও আরিফ জগন্নাথপুর গ্রামের আব্দুল মন্নানের মেয়ে ও ছেলে।
বোববার (২ জুন) বিকেল তিনটার দিকে উপজেলার গৌরারং ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে ওয়ালিমা ও আরিফ বাড়ির পেছনে খেলা করছিল। বিকেল ৩টার দিকে ওয়ালিমা ও আরিফকে বাড়ির পেছনে দেখতে না পেয়ে স্বজনরা খোজা-খোজি শুরু করেন। খোজা-খোজির এক পর্যায়ে বাড়ি পেছনের গ্রামের রাস্তার পাশে পানি থেকে স্বজনরা তাদেরকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত আলী বিষয়টি বার্তাবাহককে নিশ্চিত করেছেন।