বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসনের প্রেসস ব্রিফিং

দেশ ভয়েস ডেস্ক
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১০:০৯ পিএম

‎সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন। ‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

‎প্রেস ব্রিফিং-এ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সুনামগঞ্জে বিগত এসএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় মাধ্যমিক শিক্ষকরা প্রাথমিক থেকে খুব দুর্ভল শিক্ষার্থী তারা পাচ্ছেন ফলে এসএসসিতে পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে। তাই প্রাথমিকে শিক্ষার্থীদের মানসম্মতভাবে গড়ে তুলতে সুনামগঞ্জ জেলা প্রশাসন আগামী ২৯ অক্টোবর জেলার ১২ টি উপজেলায় জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা ২০২৫ নেয়া হবে। এ পরীক্ষায় ৪র্থ ও ৫ম শ্রণির শিক্ষার্থরা অংশ নেবে।

‎প্রেস ব্রিফিং- আরও জনানো হয়, জেলার ১২ টি উপজেলায় ৪র্থ ও ৫ম শ্রেণির মোট ৭৬ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৪র্থ শ্রেণি ৪১ হাজার ১৬৪ জন ও ৫ম শ্রনির ৩৫ হাজার ৩২১ জন শিক্ষার্থী।

‎জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আরও জানান, মেধা যাচাই পরীক্ষায় যেসব শিক্ষার্থী ভাল ফলাফল করবে তাদের আর্থিকভাবে পুরষ্কৃত করা হবে।

‎এ মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে সুনামগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ঘটবে বলেও আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।

‎প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) তাপস শীল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, জেলা প্রশাসনের সহকারী কমিশনার দিপান্বিতা দেবী,জেলা শিক্ষা আফিসের সহকারি পরিদর্শক সাইফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসরিন আক্তার, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহজাহান চৌধুরী, শিক্ষক সুজিত কুমার দেব,আতাউর রহমান তালুকদার, শারমিন জাহানসহ সুনামগঞ্জ জেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত প্রতিনিধিগণ।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com