সুনামগঞ্জে প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক নারী স্বেচ্ছাসেবকদের দুদিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) শহরের কাজির পয়েন্টে একটি অভিজাত রেস্ট হাউজে সিমাপনী দিনে সভাপতিত্ব করেন এ্যাফরট ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)র নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।
এ্যাফরট ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)র উদ্যোগে ও নরওয়েজিয়ন এজেন্সি ফর এক্সচেঞ্জ কো অপারেশন-এর অর্থায়নে এবং ম্যাচুয়াল লার্নিং ফর ইমপ্রæভিং হেল্থ এÐ নিউট্রিশান প্রকল্পের অধীনে দুুদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, নরজিয়ান রিফিউজি কাউন্সিল(এনআরসি) কো-অর্ডিনেটর মো. গোলাম মেহেদী, ম্যাচুয়াল লার্নিং ফর ইমপ্রæভিং হেল্থ এÐ নিউট্রিশান প্রকল্পের প্রোগ্রাম কো অর্ডিনেটর মো. আশিকুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার মো. কামরুজ্জামান প্রমুখ।
দ’ুদিনব্যাপী নারী স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষ বাংলাদেশ ফলিত পুষ্ঠি গবেষণা ইউন্সিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রাজ্জাক, ইরার পুষ্ঠিবিদ মোছা. তানজিনা আক্তার, প্রোগ্রাম অফিসার ডা. প্রিয়াংকা চাকমা।
এ আবাসিক প্রশিক্ষণে ৩০ জন নারী অংশ নেন।