সুনামগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাত দখল করে অস্থায়ীভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদ করেছে পৌর কর্তৃপক্ষ।
রোববার (২২ জুন) বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে।
সূত্র জানায়, রোববার বিকেল ৫ টায় সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে জেলা ও দায়রা জজ-এর বাংলোর সামন থেকে ট্রাফিক পয়েন্ট, পৌর মার্কেট, লন্ডন প্লাজার সামন পর্যন্ত অন্তত দেড় শতাধিক ফুটপাতের অস্থায়ী দোকান উচ্ছেদ করে ফুটপাত দখল মুক্ত করা হয়।
এ উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সুনামগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ সদস্য অংশনেন।
সুনামগঞ্জ পৌরসভার সহকারি প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম কয়েছে জানান, ফুটপাত দখল করে অস্থায়ী দোকানীরা যানজট সৃষ্টি করার কারণে আজ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আজকে উচ্ছেদ অভিযানে ফুটপাত দখল করে গড়ে উঠা অন্তত দেড় শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে।
আগামীতে শহরের অন্যান্য এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও জানান কয়েছ।