সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

সুনামগঞ্জে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স সচেতনতা সপ্তাহ পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১০:৪০ পিএম

“বর্তমানকে তুলে ধরুন, আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করুন”(প্রটেক্ট আউট প্রেজেন্ট, সিকুর আওয়ার ফিউচার) এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ^ এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স (এমএমআর) সচেতনতা সপ্তাহ।

দিবসটি উপলক্ষ্যে বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের সামন থেকে এক বর্ণঢ্য র‌্যালি বের হয়ে ষোলঘর এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিভাগের প্রাণি সম্পদ বিভাগীয় পরিচালক ড. আবু জাফর মোহাম্মদ ফেরদৌস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট পশু সম্পদক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক ড. বিবেক চন্দ্র রায়,।

ছাতক উপজেলা প্রাণি সম্পদক কর্মকর্তা ডা. মিলন মিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, দৈনিক মানবকণ্ঠের স্টাফ রির্পোটার মোহাম্মদ শাহজাহান চৌধুরী, ধর্মপাশা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. উৎপল কুমার সরকার, দিরাই উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বাবরা হেমলিন প্রমুখ।

সভায় ইন্টিবায়োটিকের অপরকাতি ও বিশ^ এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স (এমএমআর) সচেতনতা সপ্তাহের তাৎপর্য প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন জগন্নাথপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com