বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • শনিবার, ৩১ মে, ২০২৫, ১০:১৩ পিএম

“তামাক কোম্পানীর কুটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” এশ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস।

শনিবার (৩১ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে তথ্য সেবা কেন্দ্র এলাকায় এক বর্ণাঢ্য র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচসা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) সুনজিত কুমার চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শতাব্দী ভট্টাচার্য, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, ব্র্যাকের জেলা সমন্বয়কারি এ কে আজাদ, রেড ক্রিসেন্টেরর সদস্য মুন্নি আক্তার প্রমুখ।

সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশা-পাশি বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে তামাক বিরোধী প্রচারনা চালিয়ে জনসচেতনতা তৈরী আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com