বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ১ জুন, ২০২৫, ১১:৪৩ পিএম

র‌্যালি, আলোচনা সভা ও বাউল গান পরিবেশনের মধ্য দিয়ে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। রোববার (০১ জুন) দুপুর পৌনে ১২ টায় জেলা শিল্পকলা একাডেমি থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম এলাকা প্রদক্ষিণ করে পুনরায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

প্র্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, জেলা মৎস্য অফিসার মো. শামশুল করিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজন লাল দাস।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন,জগন্নাথপুর উপজেলা প্রাণি সস্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। ছাতক উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.মিলন মিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ডেইরি ফার্ম এসোসিয়েমনের সভাপতি নুরুল আলম সাগর।

আলোচনা সভা শেষে শিশুদের মধ্যে রচনা ও চিত্রাঙ্ক প্রতিযোগিতা এবং কুইজে বিজয়ীদের মধ্য পুরষ্কার বিকরণ করা হয়।

শেষে বাউল গান পরিবেশন করেন স্থানীয় বাউল শিল্পীগণ।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com