বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে সুনামগঞ্জে মাতৃদুগ্ধের গুরুত্ব, উপকারিতা এবং মাতৃদৃগ্ধ বিকল্প আইন ২০১৩ ও বিধি ২০১৭ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জেলা ইপিআই ভবনের সভা কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে ও সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ড. সুখদেব সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহাখালিস্থ জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উপপরিচালক ডা. জয়া শীষ রায়, সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগি অধ্যাপক প্রাণ কৃষ্ণ কিশোর রায়, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের সহকারি পরিচালক ডা.মো.মাহবুবুর রহমান।
কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে মাতৃদৃগ্ধ বিকল্প আইনের বিভিন্ন দিক উপস্থাপন করেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহকারি পরিচালক ডা. মোহাম্মদ শোয়াইব আহমেদ।
সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ক্লিনিক ও ডায়াগনোস্টিক সমিতির সভাপতি ডা. সৈয়দ মোনাওয়ার আলী, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ড. আশুতোষ সিংহ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ ক্যামিস্ট এÐ ড্রাগিস্ট সমিতিরি সভাপতি আলতাবুর রহমান প্রমুখ।