বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৭:০৮ পিএম

দৃষ্টিজয়ে ব্যবহার করি,প্রযুক্তি নির্ভর সাদাছড়ি এ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি দিবস। শনিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেজেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সাজায্য কেন্দ্রের উদ্যোগে এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের অর্থায়নে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সূচিত্রা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈন, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও তথ্য প্রযুক্তি) শেখ মহিউদ্দিন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, প্রতিবন্ধী সাহায্য কেন্দ্রের জেলা সদস্য সুবিমল চক্রবর্তী চন্দন।

সুনামগঞ্জ ফিজিও থেরাপি প্রতিবন্ধী সেবা হাসায্য কেন্দ্রে কনসালটেন্ট বিষয়ক কর্মকর্তা ডা. তানজিল হকের পরিচালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুকিত, দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সভাপতি সাজাত হোসেন, তৃণমূল প্রতিবন্ধী পূর্ণবাসন সংস্থার সভাপতি তাজুল ইসলাম তারেক প্রমুখ।

আলোচনা সভা শেষে ২০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে স্মার্ট সাদাছড়ি প্রদান করা হয়।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com